বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতির নির্বাচন আগামী (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন নিয়ে কি ভাবছে চলচ্চিত্র শিল্পীরা। নির্বাচন নিয়ে খল অভিনেতা গাঙ্গুয়া কে ইলিয়াস কাঞ্চনের সভাপতি পদে নির্বাচন করার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি এইটা বলব যে, ইলিয়াস কাঞ্চন ভাই আমাদের শিল্পী সমিতির চেয়ারে বসতে চাই। তাহলে আমি মনে করি ইলিয়াস কাঞ্চন ভাইয়ের জন্য সব শিল্পীদের কাছে আমি আবদার রাখবো, আমাদের সিনিয়র একজন অভিনেতা সেই দায়িত্বশীল চেয়ারে বসতে চাই, তাকে সসম্মানে ইলেকশন কেন সিলেকশনে তাকে দেওয়া উচিত। কারণ ইলিয়াস কাঞ্চন ভাই রাজপথের সৈনিক, তাকে এমন কোনো দর্শক বা ব্যাক্তি নাই যে তাকে সন্মান করে না। মাননীয় প্রধানমন্ত্রীও তার সম্পর্কে ভালো জানেন। এবং আমাদের ডিরেক্টর সমিতি-প্রযোজক সমিতির সবাই তাকে সম্মান করে শ্রদ্ধা করে। সে শিল্পীদের জন্য কিছু করতে পারবে, সেইজন্য আমি বলবো ইলিয়াস কাঞ্চন ভাই যদি ইলেকশনে আসে তাহলে তো তার বিরুদ্ধে যে লড়বে সে ভুল করবে। কারণ সে আমাদের সিনিয়র অভিনেতা তাকে সসম্মানে চেয়ারে বসার জন্য সুযোগ করে দেওয়া উচিত। আমাদের সিনিয়র শিল্পী আর কেবা আছে ইলিয়াস কাঞ্চন ভাই, আলমগীর ভাই আছে , পারভেজ ভাই আছে, ফারুক ভাই আছ, তারা যদি বসতে চাই তাহলে তো একবারে সেই চেয়ার তাদের ছেড়ে দেয়া উচিত ।
এবার নির্বাচনে কোন প্রতিশ্রুতিটা বেশি প্রাধান্য দিবেন? আমাদের চলচ্চিত্রের শিল্পী কলাকুশলী টেকনিশিয়ান যারা আছে তারা যাতে আর কিছু না , দুটো ডাল-ভাত খেয়ে জীবন যাপন করতে পারে এবং চলে যেতে পারে সসম্মানে এটাই আমি আশা রাখবো। এবং শিল্পীদের অনেক জায়গাতে অনেক শিল্পীদের অনেক হয়রানি হতে হয় অনেক লাঞ্ছিত হতে হয় সেটা যাতে আর না হয়, সেদিকে খেয়াল রাখবে। আমরা আশা করি এটা আমি শিল্পী হিসেবে ব্যক্তিগতভাবে আশা করবো যে যারাই শিল্পী সমিতির দায়িত্বে আসবেন তারা সুন্দরভাবে যাতে শিল্পীরা ডাল-ভাত খেয়ে চলে যেতে পারে সেই দিকে আপনারা খেয়াল রাখবেন।