দুই বছরের বেশি সময় করোনার কঠোর বিধিনিষেধের পর অবশেষে বিদেশি হজযাত্রীদের জন্য শিথিল করলো সৌদি আরব। গেল বছর শুধুমাত্র সৌদি নাগরিকরা হজ্বের সুযোগ পেলেও এবছর আবারো বিদেশি হজযাত্রীরা আল্লাহর ঘরে ইবাদতের সুযোগ পাবে পাবেন । এ বছর ১০ লাখ মানুষ হজ্ব করার সুযোগ পাবেন বলে জানিয়েছে সৌদি সরকার ।
তবে দুটি শর্ত দিয়েছে সৌদি সরকার দেশেটির হজ্ব মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা এসএপি জানায় ২ দ্য পুরনাঙ্গ টিকা নেওয়া, ৬৫ বছরের কম বয়সীরা করার সুযোগ পাবেন। ৬৫ বছরের বেশি ব্যক্তিরা এবার হজ্বে অংশ নিতে পারবেন না। হজ করতে আসা বিদেশিদের পিসিয়ার টেস্টের মাধ্যমে করোনা নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে ।
অতিরিক্ত স্বাস্থ্য সতর্কতার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সৌদি আরবের করনা পরিস্থিতি আগের ভালো উন্নত হওয়ায় হজ্ব যাত্রীর সংখ্যা বাড়ানো হয়েছে বলে উল্লেখ করে ধীরে ধীরে এর সংখ্যা আরও বাড়ানোর আভাস দেওয়া হয়েছে। হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হবে বলে জানানো হয়।
© 2022 newsabconline - Develop by Rosslancer.
© 2022 newsabconline - Develop by Rosslancer.