পৃথিবীর আধিপত্য ছাড়িয়ে মহাকাশেও চীনের অবস্থান অবস্থান লক্ষ্য করার মতো। দরিদ্র একটি দেশ থেকে গত চার দশকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ পরিণত হয়েছে চীন । এরই ধারাবাহিকতায় এককভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন তৈরি করেছে চীনের মহাকাশ সংস্থা।
তিয়ানহি নামের স্টেশনে নভচারিদের থাকার ঘর সহ মুহূর্ত সবরকম অসুবিধা আছে। ২০১৯ সালের জানুয়ারিতে ইউতু ২ নামের সৌর শক্তি চালিত রোবট যান পাঠান চীন অত্যাধনিক ক্যামেরা সম্বলিত স্পষ্ট ছবি পাঠাতে সক্ষম বলে জানায় মহাকাশ সংস্থা। ইতি মধ্যেই সফল ভাবে ৩৮ চন্দ্র দিন পার করেছে রোবট যানটি যা পৃথিবীর ৫৩২ দিনের সমান। সম্প্রতি রোবট যানটির ক্যামেরায় চাঁদের মাটিতে ধরা পরা অদ্ভুত আকৃতির একটি কুরে ঘর। স্থানীয় সময় বৃহস্পতিবার চীনের মহাকাশ সংস্থা জানায় রোবট যানটি চাঁদের চার পাশে এ পর্যন্ত ১০০০ মিটার পথ অতিক্রম করেছে।
এদিকে মহাকাশ যানের সেঞ্জ ১৩ এর নভচারিরা তিয়াঞ্জ-২ নামের কার্বোবাহি মহাকাশ যানের সঙ্গে যুক্ত করেন। এবং ডকিং পরীক্ষা সম্পন্ন করেন, ২ ঘণ্টা এই পরীক্ষাটির বেইজিং এর স্থানীয় সময় শনিবার 7.55 মিনিটে সফলভাবে শেষ হয়। মহাকাশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান বিগত কয়েক বছর ধরে বিপুল পরিমাণ অর্থ ব্যায় করছে চীন। প্রথম দেশ হিসেবে চাঁদের দুর্গম প্রান্তে রোবট পাঠতে সক্ষম হয়েছেন ।
© 2022 newsabconline - Develop by Rosslancer.
© 2022 newsabconline - Develop by Rosslancer.