বলা যায় ঢাকাই সিনেমার এক সমালোচিত নাম সেলিম খান, নানান কর্মকাণ্ড দিয়ে তিনি বিতর্ক সৃষ্টি করেছেন ।শাকিব খান থেকে শুরু করে অনেকের নামে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হন বেশ কয়েকবার। চলচ্চিত্র প্রযোজক হিসেবে নিজেকে প্রকাশ করলেও একটা সময়ে এসে পরিচালকের খাতায় নাম লেখান। যদিও তিনি নিজের সিনেমা বানান কিনা এই বিষয়ে বিতর্ক রয়েছে ।
চাঁদপুরের এই বালু ব্যবসায়ীকে নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। চলচ্চিত্র পরিচালক সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয় পরিচালকদের পারিবারিক এই মেলাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক । অনুষ্ঠানের ২০০ দাওয়াতের কার্ড ১০ লাখ টাকা দিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ।
তিনি উপস্থিত না থাকলেও তার পছন্দের লোকজনই উপস্থিত ছিলেন পিকনিকে। দাওয়াত পাননি অনেক পরিচালক। দেখা যায় পিকনিকে দাওয়াত না পাওয়া পরিচালকদের অনেকেই আবার বয়কট করেছেন শুক্রবারে অনুষ্ঠান।
তাদের মত শাপলা মিডিয়ার অনুদান নিয়ে কেন অনুষ্ঠান করতে হবে। প্রতিটি অনুষ্ঠান সেলিম খানের অনুদান ছাড়াও বড় আকারে পিকনিক আয়োজন করা সম্ভব হয়েছে তাহলে এবার কেন। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে প্রতিবছর পরিচালক সমিতির পিকনিক গণমাধ্যমকে দাওয়াত দেওয়া হলেও এবার তা বাতিল করা হয়েছে সাংবাদিকদের অংশগ্রহণ।
অভিযোগ উঠেছে সমিতির পিকনিক এর সহযোগী প্রতিষ্ঠানের জন্য ভিডিওসহ স্থিরচিত্র সংরক্ষিত যা ব্যবহার করতে পারবে না অন্য কোনো গণমাধ্যম। প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২১ মে ধারণা করা হচ্ছে সে নির্বাচনে এবার দাঁড়াচ্ছেন সেলিম খান ও মনোয়ার হোসেন ডিপজল।
প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনের মহড়া হিসেবে পরিচালক সমিতির পিকনিক কাজে লাগানোর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান সাধারণ সম্পাদক শাহীন সুমন এছাড়াও পিকনিক অনুষ্ঠানে হাজির ছিলেন দেবাশীষ বিশ্বাস, শাহীন , টুটুল, সাইফ চন্দন, আবদুল্লাহ জহির বাবু, মনতাজুর রহমান আকবর সহ আরো অনেকেই। শিল্পীদের মধ্যে ছিলেন মিশাসদাগর অঞ্জনাকে দেখা যায়।