বিএনপির সমাবেশকে ঘিরে ৩২ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে রাজপথে ।এ বিষয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশিদ বলেন ঢাকা শহরে যেহেতু পর্যাপ্ত পুলিশ কাজ করছে সেহেতু এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা ঘটেনি , আর আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি বিএনপির সমাবেশকে যেন তারা সুন্দরভাবে তাদের সমাবেশ শেষ করতে পারে । কেননা সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্কক ছিল যে বিএনপির সমাবেশটি হয় কিনা ? বা যে ধরণের একটা ঘোষণা ছিল যে ১০ ডিসেম্বরের পরে মানুষ রাস্তায় বসে যাবে এবং এ ভয়ে অনেকেই আজ ঘর থেকে রাস্তায় বের হয়নি কিন্তু সাধারণ মানুষ এখন দেখছে শহরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি তায় সাধারণ মানুষ এখন নির্ভয়ে রাস্তায় বের হতে পারছে । এবং বিএনপিও তাদের সমাবেশ খুব সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে ।
© 2022 newsabconline - Develop by Rosslancer.
© 2022 newsabconline - Develop by Rosslancer.