হিরো আলম বাংলাদেশের একটি আলোচিত নাম । যাকে নিয়ে আলোচনার শেষ নেই । কিন্তু সকল আলোচনা-সমালোচনা কে পেছনে ফেলে তার গতিতে তিনি এগিয়ে যাচ্ছেন। একের পর এক সিনেমা নির্মাণ করছেন। যেখানে এই প্যানডেমিক সিচুয়েশনে সকল প্রযোজক হাত গুটিয়ে বসে আছে, সিনেমা বানানো বন্ধ করে। সেখানে হিরো আলমের মতো একজন মানুষ একের পর এক সিনেমা বানাচ্ছেন। কিন্তু সেই পথ চলাকে রুখে দিতে এফডিসিতে তাকে অপমান করা হয় বলে অভিযোগ করেন হিরো আলম।
কে আপনাকে অপমান করেছে ? এ প্রশ্নে হিরো আলম বলেন, নির্বাচনের পরের দিন চলচ্চিত্রের ১৭ টি সংগঠন যখন এফডিসির এমডির পদত্যাগের দাবিতে আন্দোলন করেন, তখন আমি হিরো আলম প্রযোজক হিসেবে সেই আন্দোলনে শরিক হয়। এক পর্যায়ে পরিচালক সমিতির মহাসচিব শাহিন সুমন আমাকে আউট আউট বলে এফডিসি থেকে চলে যেতে বলে। এবং সে আন্দোলন থেকে বের হয়ে যেতে বলেন। আমি সেই অপমান সইতে না পেরে আমার অফিসে চলে আসি।
হিরো আলম আরও বলেন, চলচ্চিত্রের জন্য এত কিছু করলাম নিজের চেষ্টায় ৫ টি সিনেমা বানিয়েছি তারপরও আমাকে এমন অপমান। আসলে সুশীলসমাজ আমাকে মেনে নিতে পারছে না, কেন মানবে কারণ আমার চেহারাটা যে কথিত নায়ক রচিত না সেজন্যই হয়তো বা আমাকে মেনে নিতে পারছে না। আর সেই কারণেই রাগ অভিমানে আমি বাংলাদেশে চলচ্চিত্র বানানো ছেড়ে দিচ্ছি। হিরো আলম বলেন আর কখনো এফডিসিতে যাব না। প্রয়োজনে কলকাতায় গিয়ে সিনেমা বানাবো ।
তাৎক্ষনিক তিনি জানান, কলকাতায় ইতিমধ্যে অনেকের সাথে কথা হচ্ছে সিনেমা বানানোর জন্য, চূড়ান্ত হলে নতুন সিনেমার ঘোষণা দিব সেটি কলকাতাতেই শুটিং হবে ইনশাআল্লাহ।
© 2022 newsabconline - Develop by Rosslancer.
© 2022 newsabconline - Develop by Rosslancer.