দীর্ঘদিন পর মিরপুরে প্র্যাকটিসে ফিরেছেন মাশরাফি বিন-মর্তুজা, মেদহীন ঝরঝরে মাশরাফি এদিন বল করেছেন মাহমুদুল্লাহ রিয়াদকে। ব্যাকপেইন থাকায় রিহাবের মধ্য দিয়ে তিনি যাচ্ছেন, তবে বিসিএলে খেলার সম্ভাবনা আছে। বিপিএলে খেলবেন ঢাকার হয়ে, এছাড়াও নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয় কে বলেছেন সবচেয়ে বড় জয়।এখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে হবে বলেও মন্তব্য করেছেন মাশরাফি। দীর্ঘদিন পর মিরপুরের হোম ক্রিকেটে অনুশীলনী ফিরলেন মাশরাফি বিন মর্তুজা। অচেনা মাশরাফি শরীরে নেই বাড়তি মেদের অস্তিত্ব। একেবারে ঝরঝরে তারুণ্যে ভরপুর। জিজ্ঞাসা করেছিলাম এ তারুণ্যের রহস্য কি ? হেসে উত্তর দিয়েছেন ‘খাও দাও ফুর্তি কর’ জীবনের সংজ্ঞা যেন নড়াইল এক্সপ্রেস এর কাছে একেবারেই ভিন্ন। চেনা মিরপুরে ফিরেই মাহমুদুল্লাহ রিয়াদকে বোলিং করেছেন। মাঠে স্বভাব সুলভ আড্ডা, মাশরাফির সাথে ওয়ানডে আর 20T অধিনায়ক সেই আড্ডার রেশ ছিলো সাংবাদিকদের সাথে মাশরাফির কথা বলার সময় পর্যন্ত।
মাশরাফি বলেন , বিসিএলে আসলে খেলব কিনা কোন কনফারমেশন আসেনি। মানে আমার ব্যাকপেইন আছে একটু আজকে অনেকদিন পরে আসছি একটু সময় লাগবে হয়তবা। সামনে বিপিএল আছে আজকে এসে আস্তে আস্তে শুরু করছি তবে ভরসা ব্যাকপেইন কি অবস্থা হয় সেটার উপরে।
একাধিক সিনিয়র ক্রিকেটার না থাকা সত্ত্বেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে কন্ডিশনে দলগত পারফরমেন্সে এসেছে সাফল্য বিশ্বাস ক্যাপটেন মাশরাফি।
এবিষয়ে মাশরাফি বলেন, বেস্ট বলা উচিত যে এটা সর্বোচ্চ সর্বোচ্চ জয়। তারা টিম হিসেবে ভালো খেলেছে ভালো ব্যাটিং করেছে ভালো বোলিং করেছে প্রচুর সমালোচনা আলোচনা হয়েছে সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানো এটা মনে করি ।
© 2022 newsabconline - Develop by Rosslancer.
© 2022 newsabconline - Develop by Rosslancer.