১৩ নভেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় এশিয়ার অন্যতম বৃহৎ আন্তর্জাতিক ম্যারাথন কুয়ালালামপুর স্ট্যান্ডার্ড চার্টাড ম্যারাথন-২০২২। স্থানীয় সময় রবিবার রাত ৩.৪৫ মিনিটে কুয়ালালামপুরের ডাটারান মেরেডাকায় শুরু হয়। এই ম্যারাথন। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার এথলেট এই ম্যারথন আসরে অংশ নেন।
এবারের এই ম্যারাথন আসরে বাংলাদেশ থেকে অংশ নেন আর এ ইহসান ও ইমামুর রহমান। দেশের এই দুই অ্যাথলেট ২১.০৯৭৫ কিমি (হাফ ম্যারাথন) ক্যাটাগরিতে অংশ নিয়ে সম্পূর্ণ করেন।
ম্যারাথন বিশ্বের একটি জনপ্রিয় স্পোর্টস। যেখানে ৪২.১৯৫ কি.মি দীর্ঘ দৌড়কে বলা হয় ফুল ম্যারাথন এবং ২১.০৯৭৫ কি.মি কে বলা হয় হাফ ম্যারাথন এবং ৫০ কিলোমিটার থেকে শুরু হয় আল্ট্রা ম্যারাথন।
আল্ট্রা ম্যারাথন রানার আর এ ইহসান জানান, তিনি এর আগেও দেশের বাহিরে ইন্ডিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং সিঙ্গপুরের বেশ কিছু আন্তর্জাতিক ম্যারাথনে ফুল এবং হাফ ম্যারাথন ক্যাটাগরিতে অংশ নেন। এই ম্যারাথনে অংশগ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিকভাবে ৮তম মেডেল অর্জন করেন দেশের এই আল্ট্রা রানার। এছাড়াও তিনি গত বছর মেরিন ড্রাইভ আল্ট্রা ম্যারাথন ৫০ কিলোমিটার ক্যাটাগরিতে অংশ নেন।
সম্প্রতি থাইল্যান্ডের ‘ব্যাঙ্গসায়েন ৪২’ ম্যারথন সসম্পূর্ণ করে আসা আল্ট্রা রানার ইমামুর রহমান জানান আমরা বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়ে বাংলাদেশকে বিশ্ব অ্যাথলেটিকস অঙ্গনে তুলে ধরার পাশাপাশি ‘বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং শিক্ষা নিয়ে আরো কাজ করে যেতে চাই আগামীতে।
© 2022 newsabconline - Develop by Rosslancer.
© 2022 newsabconline - Develop by Rosslancer.