জনপ্রিয় কিবোর্ডিস্ট সৌরভ দাস। জন্ম ও বেড়ে ওঠা খুলনা শহরে। ছোটবেলা থেকেই গানের প্রতি অকৃত্তিম ভালোবাসা সেই সাথে বাদ্যযন্ত্রের প্রতিও ছিল তার অন্যরকম আকর্ষণ। পড়াশুনার পাশাপাশি সংগীত ও বাদ্যযন্ত্রের প্রতি ভালোবাসা থেকেই ২০০৭ সাল থেকে পেশাগতভাবেই বেছে নেন কিবোর্ড বাজানো কে। কয়েক বছর যেতে না যেতেই কিবোর্ডিস্ট সৌরভ দাস তার কিবোর্ডের সুরে মন জয় করে ফেলেন খুলনার সঙ্গীতপ্রেমী হাজারো দর্শক ভক্তদের। সৌরভ দাস কিবোর্ডিস্ট হিসেবে তার নিজের প্রতিভার প্রতি আত্মবিশ্বাস থেকে ২০১৪ সালে পাড়ি জমান রাজধানী ঢাকা শহরে। এখানে এসেও তার প্রতিভার জানান দিতে খুব বেশি সময় লাগে নি সৌরভ দাসের।
অল্প দিনেই রাজধানীতে স্বনামধন্য সব শিল্পীদের সাথেই কিবোর্ড বাজিয়ে ব্যস্ত হতে শুরু করেন সৌরভ দাস। কার গানে সঙ্গ দেননি তিনি, প্রয়াত জনপ্রিয় সংগীত শিল্পী সুবীর নন্দ ী, রিজিয়া পারভীন, কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন জনপ্রিয় ব্যান্ডদল ডিফারেন্ট টাচ, মিলা, সাব্বির, পুলক, রেশমি সহ আরো অনেকের সাথেই দেশে-বিদেশে মঞ্চ মাতিয়েছেন কিবোর্ডিস্ট সৌরভ দাস। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলাস থেকে বাংলাদেশী বাদ্যযন্ত্রী হিসেবে পেয়েছেন আনন্দমেলা ও লালন মেলা শিরোনামে দুটি সংগীত ফেস্টিভাল অ্যাওয়ার্ড। বর্তমানে সৌরভ দাস স্টুডিও সেসন সহ জনপ্রিয় তারকা শিল্পীদের পাশাপাশি কিবোর্ডিস্ট হিসেবে ব্যান্ড সদস্য হয়ে যুক্ত আছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী রেশমি মির্জার “মাটি” ব্যান্ডদলে। সবকিছু এভাবেই চলতে থাকলে আগামীতে বিশ্ব মানচিত্রে তার কিবোর্ডের সুরের মধ্য দিয়ে সফলভাবে বাংলা সংগীতকে প্রতিনিধিত্ব করে যাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তরুণ প্রজন্মের বাদ্যযন্ত্রী বা কিবোর্ডিস্ট সৌরভ দাস।