পুলিশ এ্যাকশন ও মানব পাচারের উপর নির্মিত সিনেমা শান, সিনেমাটির চিত্রনায়িকা পূজা চেরি পরিবার, বউ বাচ্চা ও প্রিয় বান্ধবী কে নিয়ে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানান ।
সিনেমাটি আগামী ৭ জানুয়ারী দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ।
মুক্তি উপলক্ষে গতকাল মঙ্গলবার (৪ জানুয়ারি রাত ৭.৩০ শে) রাজধানীর বাংলামটর এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে হাজির হয় মিশা সওদাগর, সিয়াম, আলিমুল্লাহ খোকন (জাজ মাল্টিমিডিয়ার সিইও) সহ সিনেমার কলাকুশলীরা ।
পূজা চেরি বলেন, যদি ‘শান’ নিয়ে বলি, এখন পর্যন্ত যত ছবি করেছি সব চাইতে সেরা ছবি এটুকু বলতে পারি। তাই আগামী ৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে শান…। আপনাদের বউ, গার্লফ্রেন্ড সবাই কে নিয়ে ‘শান’ দেখতে আসুন।
সিয়াম আহমেদ বলেছেন, ‘সিনেমাটি ভালো খারাপের বাইরে গিয়ে দর্শকরা একটি ভালো বিনোদন পাবে যেটা দেশের এই অবস্থায় মানুষের দরকার। সিয়াম সিনেমটির পরিচালক প্রসঙ্গে বলেন, তিনটি বছর রাহিম যে পরিশ্রম করেছে, তার জন্য একটা করতালি দরকার। অন্তত পরিচালক রাহিমের এই অক্লান্ত পরিশ্রমের জন্য হলেও আমি বলব, আপনারা চলচ্চিত্রটি দেখতে হলে আসুন।
উক্ত সংবাদ সম্মেলনে মিশা সওদাগর বলেন, এই সিনেমা দিয়ে সিয়াম-পূজা একটি শক্ত জুটি প্রথা চালু হবে, এই শক্তিমান খল অভিনেতা বলেন, গত ১৫ বছরে এমন কোনো সিনেমা নেই, যেটা চলার কথা ছিলো কিন্তু চলেনি। ‘শান’ হচ্ছে সেই ছবি, যার ভেতর সবকিছু আছে। গত ১৫ বছরে এমন ছবি আসেনি।
সিয়াম-পূজা সহ ‘শান’ সিনেমায় অভিনয় করেছেন , চম্পা, তাসকিন রহমান,মিশা সওদাগ্র, অরুণা বিশ্বাস, সৈয়দ হাসান ইমাম, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদ প্রমুখ।
একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে সিনেমাটির কাহিনি সাজিয়েছেন সিনেমাটির ক্রিয়েটিভ প্রধান আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিল্মম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান।
© 2022 newsabconline - Develop by Rosslancer.
© 2022 newsabconline - Develop by Rosslancer.