১৯৮৪ সালে শিল্পী সমিতির যাত্রা শুরু হয়, শুরুতেই আমি আহমেদ শরিফ ছিলাম আহবায়ক । পরে আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হয় এবং প্রয়াত রাজ রাজ্জাক ভাই সভাপতি নির্বাচিত হয় । কিন্তু তিন মাস পরেই রাজ্জাক ভাই সভাপতি পদ থেকে রিজাইন দেন ।
শিল্পী সমিতির বর্তমান অবস্থা ও নির্বাচন নিয়ে এই শক্তিমান অভিনেতা বলেন,
আমাদের সময় শিল্পী সমিতির নির্বাচন ছিলো ঈদের মতো। কিন্তু এখন যা দেখছি তা দেখে আমার খুব কষ্ট হয় । এই শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এতো কাদা ছোড়াছুড়ি যে, পরিচিতদের মুখ থেকে নানা ধরনের কথা শুনতে হয় । নির্বাচনে হার জিত থাকবেই সেটা খুব সুন্দর ভাবে মেনে নিয়েই মিলে মিশে কাজ করতে হবে ।
এবার শিল্পী সমিতির নির্বাচনে থাকবেন কি না এমন প্রশ্নে তিনি বলেন,
আমি কিছু কাজে দেশে এসেছি কিছু দিন থেকে চলে যাবো, তবে নির্বাচনের আগে অবশ্যই আমি আসবো এবং শিল্পী সমিতির জন্য যারা কাজ করতে চান তাদের পক্ষেও কাজ করবো । এবং দেখে শুনে আমার ভোট আমি দিবো । তবে তিনি কোন প্যানেলের পক্ষে কাজ করবেন এটি পরিষ্কার করেন নি ।
© 2022 newsabconline - Develop by Rosslancer.
© 2022 newsabconline - Develop by Rosslancer.