অভিনেত্রী জয়া চৌধুরী মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। তার স্বামী অর্থের লোভে তাকে নির্যাতন করেছেন বলে জানা গেছে। গণমাধ্যমের কাছে পাঠানো এক অডিও বার্তায় এমন কথাই জানিয়েছেন তিনি।
জয়া চৌধুরী জানান, গত বছরের অক্টোবরে খন্দকার শরীফুল ইসলামের সাথে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয় তার। এরপর জয়ার গাড়ী বিক্রির জন্য শরীফ চাপ দিতে থাকেন। জয়া রাজি না হলে তাকে মানসিকভাবে নির্যাতন শুরু করা হয়। জয়ার গায়েও হাত তোলেন তার স্বামী। এরপর বাধ্য হয়ে গত এপ্রিল মাস থেকে আলাদা থাকছেন জয়া।
জয়া আরও জানান, তার সই নকল করে গাড়ী বিক্রির কাগজপত্র তৈরী করা হয়। এ অভিযোগে তার বিরুদ্ধে পরিচিতজনদের দিয়ে মামলা করেন শরীফুল। তিনি নিজে বাদী হননি।
শিল্পী সমিতির কাছ থেকে একটি প্রত্যায়নপত্র সংগ্রহ করেন জয়া। যার প্রেক্ষিতে আদালত তার জামিন মঞ্জুর করেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কাছে এ জন্য কৃতজ্ঞতা জানান এ অভিনেত্রী।
এর আগে জয়া পল্লবী ও কোতোয়ালি থানায় তার স্বামীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন। জয়া জানিয়েছেন, স্বামী তাকে নানারকম হুমকি দিচ্ছেন। সে জন্য তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
© 2022 newsabconline - Develop by Rosslancer.
© 2022 newsabconline - Develop by Rosslancer.