গত আইপিএল আসরের নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি সাকিব-আল-হাসান। কলকাতার জার্সি গায়ে (8 আট) ম্যাচ খেলে বল হাতে মাত্র চার উইকেট এবং ব্যাট হাতে মাত্র ৪৭ রান করেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার সাকিবের নামের পাশে যে বড্ড বেমানান।
তবে চলতি বিপিএলে সর্ব সাকুল্যে থেকে ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে টানা পাঁচ ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ হন । এমন পারফরম্যান্সের পর ভক্তদের প্রত্যাশা ছিল এবারের আইপিএল নিলামে চড়া মূল্যে তাকে দলে ভেড়াতে ফ্র্যাঞ্চাইজিগুলো উঠলেও সাকিবকে দলে নিতে আগ্রহ দেখায়নি।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড় । এ বিষয় মুখ খুলেন সাকিব আল হাসানের স্ত্রী ফেসবুক পোস্ট জানিয়েছে একাধিক ফ্র্যাঞ্চাইজি সাকিবের সঙ্গে যোগাযোগ করে জানতে চেয়েছিল তিনি আইপিএলে খেলতে পারবে কিনা । কিন্তু আইপিএল শুরুর দিকে শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে খেলবেন সাকিব যার কারণে দল পেলেও পুরো আইপিএলে খেলতে পারছেন না দেশ সেরা এই অলরাউন্ডার।
আর এজন্যই কোন ফ্র্যাঞ্চাইজি তাকে ডাকেননি আইপিএল । শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট না খেললে সাকিবকে বিশ্বাস ঘাতক বলা হতো কিনা তাও প্রশ্ন করেন শিশির, আইপিএলে দল না পাওয়া খুব বড় বিষয় না বলেও মন্তব্য করেন সাকিব আল হাসানের স্ত্রী ।
© 2022 newsabconline - Develop by Rosslancer.
© 2022 newsabconline - Develop by Rosslancer.