বাংলাদেশের চলচ্চিত্র যখন ধ্বংসের দ্বারপ্রান্তে একে একে সকল সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। ইন্ডাস্ট্রিতে সিনেমার মহরত শুটিং থাকলেও সিনেমা মুক্তির কোনো উত্তেজনা নেই। নামমাত্র প্রযোজক, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী আছে কিন্তু সিনেমা নেই।চলচ্চিত্রের নানা সংগঠনও আছে কিন্তু কারো মাথাব্যাথা নেই।
এমন সময় একটিমাত্র মানুষ যিনি ২০১৭ সাল থেকেই বাংলাদেশের নির্বাচনী ৩০০ আসনে ৩০০ সিনেপ্লেক্সের দাবিতে নিজ উদ্যোগে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তিনি হচ্ছেন পরিচালক হাবিবুল ইসলাম হাবিব। তারই উদ্যোগে ৩০০ সিনেপ্লেক্সের দাবিতে রাজধানীর বাংলামোটরে সাহিত্য কেন্দ্রে একটি আলোচনা সভার আয়োজন করা হয় । আয়োজনে উপস্থিত ছিলেন প্রখ্যাত পরিচালক কাজী হায়াৎ, দেলোয়ার জাহান ঝন্টু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য ও সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের জনাব অসীম কুমার উকিল, ও অন্যান্য চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা
অতিথিদের বক্তব্য চলচ্চিত্রের সংকট এবং সিনেমা হল বন্ধ নিয়ে নানা কথা উঠে আসে। তবে বক্তাদের বক্তব্য একটি জিনিস পরিষ্কার হয়ে উঠে আসে যে, যে যাই বলুক না কেন তালগাছটা আমার অর্থাৎ যাই হোক না কেন ৩০০ আসনে ৩০০ সিনেপ্লেক্স চায় অর্থাৎ হাবিবুল ইসলাম হাবিব এর আন্দোলন সাথে সকল পরিচালক এবং অতিথিরা একমত প্রকাশ করেন। হাবিবুল ইসলাম হাবিব এর আন্দোলন প্রসঙ্গে কাজী হায়াৎ বলেন (নিজের খেয়ে বনের মোষ তাড়াবার মত) তবুও হাবিবুল ইসলাম হাবিব কে অসংখ্য ধন্যবাদ জানাই।
এখন আসি যদি ৩০০ সিনেপ্লেক্স বাংলাদেশ হয় তাহলে কি চলচ্চিত্রে সংকট থেকে উত্তরণ হওয়া যাবে। হ্যাঁ বক্তাদের মতে অন্ততপক্ষে বাংলাদেশের চলচ্চিত্র নির্মাণ বাড়বে।
© 2022 newsabconline - Develop by Rosslancer.
© 2022 newsabconline - Develop by Rosslancer.