মোঃ মিজানুর রহমান পিতাঃ মোঃ আজিম উদ্দিন, মাতাঃ আছিয়া বেগম, গ্রাম- খোজাপুর ২৯ নং ওয়ার্ড, রাজশাহীর নিউ গভঃ ডিগ্রী কলেজ হিসাববিজ্ঞান অনার্স শেষ করে, রাজশাহী কলেজে হিসাববিজ্ঞানে মাস্টার্সে অধ্যায়নরত। পরিবারের অভিযোগ গত 9 এপ্রিল ইফতারের পূর্ব মূহুর্তে রাজশাহী নগরীর মতিহার থানার অন্তর্গত বিনোদপুর বাজার সংলগ্ন এলাকার ভেতর থেকে র্যাব পরিচয়ে তুলে নিয়ে যায়।
এবং সেদিন রাত্রে সাড়ে (৯, ৩০) টাই মিজানুর রহমান র্যাবের অফিসের নাম্বার থেকে ফোন করে পরিবারকে জানায় আমি ভালো আছি, আমি র্যাব ৫ এ আছি, আমার কোনো জামা কাপড় লাগবে না, আমাকে কালকে চালান করে দিবে।
পরিবারের পক্ষ হতে র্যাব অফিসে গিয়ে মোঃ মিজানুর রহমান সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে র্যাব ৫ জানায় মিজানুর রহমানকে চালান করা হবে কিন্তু সেদিন থেকে এ পর্যন্ত প্রায় ৬০ ঘণ্টা অতিবাহিত হলেও তাকে এখনো থানায় হস্তান্তর করা হয়নি।
মিজানুর রহমানের পরিবার আরও অভিযোগ করেন গত রবিবার র্যাব অফিসে যোগাযোগ করা হলে র্যাব পরিবারকে জানায় যে তারা মিজানুর রজমান কে চালান দিয়েছে ।
কিন্তু পরিবার বলছে র্যাব চালান দিয়ে দেওয়ার কথা জানালেও তাকে কোন থানায় খুঁজে পাওয়া যায়নি।
একই সাথে গতকালকে মিজানুর রহমানের পরিবারের বিকাল থেকে মাগরিব পর্যন্ত র্যাব অফিসে গিয়ে অপেক্ষা করে। পরিবার বলছে, র্যাব আজ ১২ তারিখ র্যাব অফিসে পরিবারের সাথে মিজানুর রহমানের দেখা করাবে বলেছিল কিন্তু আজকে যখন পরিবার গিয়েছি তখন তারা বলেছে কোথায় আছে সেটি র্যাব জানেনা। পরিবার অভিযোগ করেন এর আগে থানায় সাধারণ ডায়েরি করার জন্য গিয়েছিলাম থানা তাদের অভিযোগ গ্রহণ করেনি ।
পরিবার বলছে প্রশাসনের এমন আচরণে আমরা উদ্বিগ্ন । পরিবার জানায় মিজানুর রহমানের নামে থানায় কোনো অভিযোগ বা মামলা কোনটায় নাই । পরিবারের দাবি তাদের সন্তান যদি কোনো অপরাধ করে থাকে তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে । আর যদি কোনো অপরাধ না থাকে তাহলে আমাদের সন্তান আমাদের কাছে ফিরিয়ে দিক।
© 2022 newsabconline - Develop by Rosslancer.
© 2022 newsabconline - Develop by Rosslancer.