আমি বলেছি দেশে এখন রুচির দুর্ভিক্ষ চলছে এবং সেই দুর্ভিক্ষের একটা এক্সামপল হিসেবে হিরো আলমের নাম এসেছে। কিন্তু বিষয়টা দাঁড়িয়ে গেছে যে শুধু হিরো আলম কে নিয়েই বলছি তা না । আমি বলছি দুর্ভিক্ষ সব জায়গায় এবং কথাটাও আমার না । কথাটা শিল্পাচার্য জয়নুল আবেদিনের তিনি আজ থেকে বহু বছর আগে বলেছিলেন দেশে এখন দুর্ভিক্ষ চলছে। যে কারণে আমি দুর্ভিক্ষের ছবি আঁকতে পারছি না ।
এবং আমার মনে হয় আপনারা সবাই জানেন যে শিল্পাচার্য বিখ্যাত হয়েছিলেন সেই দুর্ভিক্ষের ছবি দিয়েই । হিরো আলম তো একা রুচি দুর্ভিক্ষের জন্য দায়ী নয়, দায়ী সমগ্র সমাজ । তাই সমগ্র সামাজে যারা দুর্ভিক্ষ ঘটাই সে রকম অসংখ্য লোক । রাজনীতিতে দুর্ভিক্ষ আছে আমাদের সংস্কৃতিতে দুর্ভিক্ষ আছে, সব জায়গাতেই দুর্ভিক্ষ আছে । সমাজে দুর্ভিক্ষ আছে শিক্ষায় দুর্ভিক্ষ আছে, মহা দুর্ভিক্ষ শিক্ষায় । সেখানে হিরো আলম নিজেকে একা দায়ী ভাবছে কেন ? আমরা একটা বাস্তবতার ভিতরে আছি সে বাস্তবতাটা সত্যিই রুচি দুর্ভিক্ষের বাস্তবতা ।
হিরো আলম কে পরামর্শও দিয়ে নাট্যকার মামুনুর রশিদ আরও বলেন, রুচি সম্মত জিনিস দেখে এবং সেখান থেকে শিক্ষা নিয়ে নিজেকে রুচি সম্মত করে গড়ে তুলার পরামর্শ দেন এই নাট্যকার । এবং লাইভে এসে আত্মহত্যার বিষয়ে তিনি বলেন, হিরো আলম যে আত্মহত্যার কথা বলেছেন তা একবারে শিশুসুলভ কথাবার্তা ।