বাংলাদেশের বর্তমানে সবচাইতে আলোচিত বিষয় চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুনের দ্বন্দ্ব। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এই দুই তারকা । সোমবার (১৪ ফেব্রুয়ারি) পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানিতে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নতুন সিদ্ধান্ত দিয়েছেন আপিল বিভাগ।
এই সিন্ধান্ত নিয়ে নিপুণ আক্তারের আইনজিবি বলেন,
জায়েদ খান সাহেবের হাইকোর্টে যে রিট পিটিশন টা দায়ের করেছিলেন নির্বাচনী আপিল বোর্ড এ সিদ্ধান্তের বিরুদ্ধে, সেই সিদ্ধান্তের উপরে হাইকোর্টের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ তার বিরুদ্ধে নিপুণ আক্তার এর ফাইল করা যেই রিট পিটিশন। সেই রিট পিটিশন আজকে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি নিষ্পত্তি করেছেন। নিষ্পত্তি করেছেন এই ভাবে যে, এর আগে গত বুধবার মাননীয় চেম্বার জাজ যেই আদেশ দিয়েছিলেন সেই আদেশ টাকে বহাল রেখেছেন এবং ইত্যবসরে চেম্বার জাজ নোট করছেন হাইকোর্ট বিভাগ যেই মুল রুল তাড়াতাড়ি শুনানির জন্য দৈনিক কার্যতালিকায় আগামীকাল সকাল থেকে রাখবেন।
সুতরাং যতদিন পর্যন্ত না হাইকোর্টের রুল নিষ্পত্তি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মাননীয় চেম্বার জাজ এর আদেশ বহাল থাকবে। মাননীয় চেম্বার জাজ বলেছেন যে, হাইকোর্টের যে অন্তর্বর্তীকালীন আদেশ ছিল সেটা স্থগিত থাকবে এবং সাধারণ সম্পাদক পদে উভয়পক্ষ স্থিতি অবস্থা অব্যাহত রাখবেন। মাননীয় চেম্বার জাজ হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ টা স্থগিত করেছেন এ কারণে নির্বাচনী আপিল বোর্ডের সিদ্ধান্ত টা বহাল থাকবে। নির্বাচনের আপিল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নিপুণ আক্তার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক
© 2022 newsabconline - Develop by Rosslancer.
© 2022 newsabconline - Develop by Rosslancer.